Hours : Sun To Thu - 10AM - 05PM, Fri-Sat Closed

Notice Board

Event Image

২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রসঙ্গে।

গৌড় সোনামসজিদ জেআর. উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ ইং
ডাকঘর: সোনামসজিদ, উপজেলা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
বিদ্যালয় কোড: ১৯৮৭৮ | EIIN: ১২৩৪৫৬ | মোবাইল নং: +৮৮০১৭৩০১৯৭৪৮৭
ইমেইল: gsjhschool@gmail.com
ওয়েবসাইট: https://gourshs.edu.bd

তারিখ: ২৭/১১/২০২৩

ভর্তির বিজ্ঞপ্তি

এতদ্বারা গৌড় সোনামসজিদ জেআর. উচ্চ বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে (https://gourshs.edu.bd) করা যাবে। অনলাইনে ভর্তির কার্যক্রম আগামী ০১/১২/২০২৩ ইং তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে ১৫/১২/২০২৩ ইং তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত চলমান থাকবে। ভর্তির আবেদন ফি ২০০/- (দুইশত) টাকা মাত্র।

অনলাইনে আবেদন করার পদ্ধতি:
১. অনলাইনে আবেদন করার জন্য https://gourshs.edu.bd ঠিকানায় প্রবেশ করে "অনলাইন ভর্তি" অপশনের মধ্যে "আবেদন ফরম" ক্লিক করুন।
২. প্রদত্ত ফরমটি যথাযথভাবে পূরণ করে Submit করুন।
৩. সফলভাবে Submit করার পর আপনাকে একটি Student ID প্রদান করা হবে।
৪. Student ID সংগ্রহ করে রেখে দিন এবং আবেদন পত্রের সাথে পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি (৩০০×৩৫০ Pixel, সাইজ সর্বোচ্চ ২০০KB) নির্ধারিত স্থানে Upload করুন।

বিশেষ দ্রষ্টব্য:
১. সকল তথ্য সঠিকভাবে পূরণ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
২. যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের ইমেইল অথবা ফোন নম্বরে যোগাযোগ করুন।

প্রধান শিক্ষক
গৌড় সোনামসজিদ জেআর. উচ্চ বিদ্যালয়

Recent News